আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে তুষার প্রানেলের জয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১ ১৭:১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১ ১৭:১৭

ছবি সমসাময়িক
মোঃ মানছুর রহমান (জাহিদ)।। খুলনার পাইকগাছা উপজেলায় উৎসব মুখর পরিবেশে আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সাবেক সভাপতি ফরহাদুজ্জামান তুষার'র প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। ২৩ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠেয় অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের নির্বাচন সহ সবকটি পদে তুষার প্যানেলের বিজয় হয়েছে।অভিভাবক সদস্য পদে বিজয়ী হলেন,মোঃ মোমিন গাজী (তালা) প্রতিকে-৩১৬ ভোট,আবু হানিফ গাজী ( ছাতা)-২৬৩ ভোট,তাছলিমুর রহমান ( ফুটবল) -২১৭ ভোট,মোঃ ওমর আলী (টিউবওয়েল)-২০১ ভোট ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ছালমা বেগম( বই) প্রতিকে-৩৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে ৬১০ ভোটের মধ্যে ৪৫৫ জন ভোট প্রদান করেন। এছাড়াও ইতোমধ্যে দাতা সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ মুজিবুর রহমান সানা ও নির্বাচিত শিক্ষক প্রতিনিধিরা হলেন,মোঃ হারুনর রশীদ,বাবর আলী গোলদার ও সরস্বতী শীল । প্রধান শিক্ষক মোশারফ হোসেন জানান, নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন ও সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন একাডেমী সুপার ভাইজার নুরে আলম সিদ্দীকি। উল্লেখ্য সকাল ১০টা হইতে বিকেল চারটা পর্যন্ত অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। শান্তিপূর্ণ ও অবাধ নিরপেক্ষ নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশ ও আনসার ভিডিপি সদস্যদেরও ছিলো বিশেষ ভূমিকা।


আপনার মূল্যবান মতামত দিন: