পাইকগাছা আইনজীবী স‌মি‌তির বা‌র্ষিক নির্বাচ‌ন সভাপ‌তি পদে ৩ অন‌্যান‌্য প‌দে ১৭ জন প্রার্থী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১ ১৪:০৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১ ১৪:০৪

ছবি সমসাময়িক

মোঃ মানছুর রহমান (জাহিদ)।।

পাইকগাছায় আইনজী‌বী স‌মি‌তির বা‌র্ষিক নির্বাচ‌ন ২৮ নভেম্বর অনুষ্টিত হবে। সভাপ‌তি প‌দে ৩ জন ও বাকী ৯ টি প‌দের বিপরী‌তে ১৭ জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বীতা কর‌ছেন। সভাপ‌তি প‌দে আ`লী‌গের প্রার্থী এ‌্যাডঃ অ‌জিত কুমার মন্ডল, স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার মন্ডল ও জাতীয় পা‌র্টি ( জে‌পি ) এর এফ,এম,এ রাজ্জাক প্রতিদ্ব‌ন্দিতা কর‌ছেন। সহ সভাপ‌তি প‌দে এ‌্যাডঃ প্রশান্ত কুমার ঘোষ, এম এম ইদ্রিসুর রহমান , জি এম আমজাদ হো‌সেন ও জি এম আক্কাছ আলী। সাধারন সম্পাদক প‌দে এ‌্যাডঃ অনা‌দি কৃষ্ণ মন্ডল ও এস এম মু‌জিবর রহমান। যুগ্ম সম্পাদক প‌দে এ‌্যাডঃ মোঃ আব্দুল ম‌জিদ গাজী ও মোঃ সাইদুর রহমান মিঠু। ক্রীড়া ও সমাজ কল‌্যান সম্পাদক প‌দে এ‌্যাডঃ মোঃ আব্দুল মা‌লেক ও বিজয় কৃষ্ণ মন্ডল। সা‌হিত‌্য ও সংস্কৃ‌তিক সম্পাদক প‌দে এ‌্যাডঃ মো বেলাল উদ্দীন ও সরদার সু‌বেহ সা‌দিক। সদস‌্য প‌দে এ‌্যাডঃ সমীর কুমার বিশ্বাস, সুকুমার চন্দ্র দেবনাথ, মোঃ ন‌জির আহ‌ম্মেদ, রেহানা পারভীন ও একরামুল হক বিশ্বাস। লাই‌ব্রেরী সম্পাদক প‌দে এ‌্যাডঃ মোঃ মোহতা‌ছিম বিল্লাহ বিনা প্রতিদ্বন্দীতায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন ব‌লে প্রধান নির্বাচন ক‌মিশনার এ‌্যাডঃ মোঃ শ‌ফিকুল ইসলাম জানান। ‌তি‌নি আরো জানান, ২৮ ন‌ভেম্বর নির্বাচ‌নে ৬৮ জন ভোট‌ার তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ কর‌বেন এবং স‌মি‌তির কার্য‌্যাল‌য়ে সকাল ১০ টা হ‌তে বেলা ২ টা পর্যন্ত বির‌তিহীনভা‌বে ভোট‌াররা তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ কর‌বেন।


আপনার মূল্যবান মতামত দিন: