
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
আজ (২৩ নভেম্বর) মঙ্গলবার সকালে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের উথলি গ্রামে সন্তানকে জমি লিখে না দেয়ায় গরু জবাই করা ছুরি দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হাতের কব্জি কেটে ফেলেছে পাষণ্ড ছেলে। এবং মাথায় গুরুতর জখম হওয়া বাবা শহীদুল হক (সাধু) এখন মাগুরা সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এ ঘটনা পর থেকে ছেলে হানিফ মিয়া পলাতক রয়েছেন। লোমহর্ষক ঘটনায় শহিদুল হকের (সাধু) বড় ছেলে গোলাম মোস্তফা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমার আব্বা সকালে বাড়ির পাশে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন, এ সময় আমার ছোট ভাই হানিফ মিয়া গরু জবাই করা ছুরি নিয়ে সেখানে উপস্হিত হন। জমি/জমা মিমাংসা নিয়ে কথা উঠতেই পিছনে থাকা গরু জবাই করা চুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ছুরির কোপে আব্বার হাতের কব্জি কেটে সেখানে পড়ে যায়, এ সময় দোকানে থাকা অন্যান্য লোকজন চিৎকার দিলে হানিফ পালিয়ে যায়। পরে গ্রামবাসীর সহযোগিতায় বাবাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসি।’ মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ শফিউর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘ধারাল অস্ত্রের আঘাতে হাতের কব্জি কেটে পড়ে গেছে। তাছাড়া মাথা থেকে ঘাড় বরাবর ধারালো ছুরির আঘাতটা অত্যধিক গুরুতর, তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, তবে রোগির অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মাগুরা সদর থানার ওসি মঞ্জুর আলম সংবাদ মাধ্যমকে জানান, ‘গুরুতর জখম শহীদুল হকের চিকিৎসা চলছে। পুলিশ পালাতক হানিফ মিয়াকে আটকের চেষ্টা চলাচ্ছে।’

আপনার মূল্যবান মতামত দিন: