
রাশেদ রেজা মাগুরা প্রতিনিধি।। যশোর-মাগুরা সড়কের ভাবনহাটি নামক এলাকায় আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় সুবোধ কুমার সিকদার (৫০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি মাগুরা সদর উপজেলার শিবরামপুর গ্রামে মৃত সুশীল কুমার শিকদারের ছেলে। সুবোধ কুমার সিকদার সবার প্রিয় "হাদু ভাই" নামে পরিচিত ছিলেন, মৃত সুবোধ শিকদার মাগুরা রেজিস্ট্রি অফিসে কর্মরত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: