
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
গতকাল ২১ শে নভেম্বর রাত আনুমানিক আট ঘটিকায় মাগুরা সদর হাসপাতালের পাশে সানমুন ক্লিনিকের সামনে থেকে ৪২ পিস ইয়াবাসহ মাগুরার মাদক বিক্রেতা মোঃ আমিনুল ইসলাম ডিয়ার (২৬), পিতা মৃত রিয়াজুল ইসলাম, হাসপাতাল পাড়া, মাগুরা কে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিভাগীয় পরিদর্শক মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। জনাব আব্দুর রহিম জানান, অভিযুক্ত আমিনুলের কাছে থাকা স্টার সিগারেটের প্যাকেট থেকে ৪২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে, দীর্ঘদিন ধরে আমরা এই মাদক ব্যবসায়ীকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে আসছিলাম, এবং আজ সফল হলাম। এই মাদক বিরোধী অভিযানে সম্পৃক্ত ছিলেন উপ পরিদর্শক মোঃ আতোয়ার হোসেন, সহকারি উপ-পরিদর্শক মিনারুল ইসলাম। উল্লেখ্য সম্প্রতি সময়ে মাগুরাতে বেপরোয়া ভাবে মাদক ও পতিতাবৃত্তি বেড়ে চলেছে, বড় বড় রাঘব বোয়ালদের ছত্রছায়ায় এসব সমাজ বিরোধী কার্যকলাপ সংঘটিত হচ্ছে বলে জন সাধারণের ধারণা এবং পুলিশকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ।

আপনার মূল্যবান মতামত দিন: