পুলিশের বাঁধার মুখে মাগুরা জেলা বিএনপির গণঅনশন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১ ১৭:৩৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১ ১৭:৩৭

ছবি সমসাময়িক

রাশেদ রেজা মাগুরা প্রতিনিধি।।

শনিবার সকালে মাগুরায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ-অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা বিএনপির নেতাকর্মি সকাল ৯ টায় শহরের ভায়নার মোড়ে এলাকায় দলীয় কার্যালয়ের সামনে অনশন করতে গেলে পুলিশী বাঁধার মুখে পড়ে। বাঁধা দেওয়ার পরেও জেলা বিএনপির নেতাকর্মী দলীয় কার্যালয়ের মধ্যেই সংক্ষিপ্ত কলেবরে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে। সংক্ষিপ্ত আলোচনায় জেলা বিএনপি’র সদস্য সচিব আকতার হোসেন বলেন, পুলিশের এমন আচারণে আমরা লজ্জিত, এমন বাঁধার তীব্রনিন্দা জ্ঞাপন করছি, এবং আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার্থে মুক্তির দাবি করছি।


আপনার মূল্যবান মতামত দিন: