দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১ ১৩:০০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১ ১৩:০০

ছবি সমসাময়িক
উত্তম চক্রবর্তী, মনিরামপুর (যশোর)।। মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান বলেছেন, রোহিতা ইউনিয়নে দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়েছে, তারপরও দল থেকে তাদের ছাড় দেয়া হয়েছে। কিন্তু এবার থেকে আর কোনো ছাড় দেয়া হবে না। এবার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দলে তাদের কোনো স্থান রাখা হবে না। তিনি আরও বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস থেকে দুরে রাখতে হবে। তিনি শনিবার বিকেলে পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নৌকা প্রতিকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। রোহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মনোনীত চেয়ারমান প্রার্থী হাফিজ উদ্দীন সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী বিশ্বাস এর পরিচালনায় এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম, জেলা ছাত্রলীগের সদস্য মামুন উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক ফজলুর রহমান, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য ও পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রায়হান উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি অসিত কুমার মন্ডল, ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন, রোহিতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আনন্দ কুমার খা, আওয়ামী লীগ নেতা অমিত মন্ডল, পলাশী আদর্শ কলেজের সভাপতি বিনয় কৃষ্ণ দত্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন খাঁ সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য: আগামি ২৮ নভেম্বর-২০২১, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬ টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মূল্যবান মতামত দিন: