
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী পূর্ব মুন্সী পাড়া এলাকায় ঘাস খাওয়াকে কেন্দ্র করে জোসনা বেগম (৪৫) নামে এক গৃহবধু খুন ও তার ছেলে রুবেল (২৫) আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে এবং রাতে ওই গৃহবধু ঢাকা মেডিকেলের নেওয়ার পথে মারা যায়। নিহত জোসনা বেগম (৪৫) সদর উপজেলার পারনান্দুয়ালী পূর্ব মুন্সী পাড়া গ্রামের শুকুর আলী শেখের স্ত্রী। এ ঘটনার সম্পর্কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি নিহত জোসনা বেগমের ছেলে রুবেল শেখ বলেন, বাড়ির অদুরে একটি জমিতে তাদের ঘাস লাগানো ছিল। যা প্রতিবেশি জিহাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম প্রায়ই তাদের গরু নিয়ে ঘাসের জমিতে ছেড়ে দিতো। তাদেরকে বারবার নিষেধ করলে বিষয়টির কোন গুরুত্ব দিতো না, শুধু তাই নয় এ নিয়ে অনেকবার দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়েছে, তবে গত বৃহস্পতিবার সকালে গরুতে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে জোসনা বেগমকে জিহাদের পরিবারের মহিলারা মারধর করে। দুপুরে আমি বাড়িতে গিয়ে ঘটনা জানতে পেরে এর প্রতিবাদ করতে গেলে এ সময় জিহাদসহ তার স্ত্রী জোহরা ও ছেলের বৌ শান্তা তাদেরকে বেধড়ক পিটিয়ে মারাত্বক আহত করে। এলাকাবাসি তাদেরকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিলে আমার মা জোসনা বেগম (৪৫) কে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফরিদপুর মেডিকেলে রেফার করা হয়। সেখানে নেওয়ার পর অবস্থার আরো অবনতি হলে ঢাকা মেডিকেলে রেফার করা হলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুর আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, এ ব্যাপারে নিহতের স্বামী হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন, সুতরং মামলা হলে সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন: