
মোঃ মানছুর রহমান (জাহিদ)।।
খুলনার পাইকগাছায় চিংড়ি চাষী সমিতির কার্যকরী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।১৯ নভেম্বর (বুধবার) বিকেলে সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সম্পাদক গোলাম কিবরিয়া রিপন,সহ- সভাপতি দাউদ শরীফ,নির্মল মজুমদার,জিএম ইকরামুল ইসলাম,ফারুখ হোসেনসহ আরও অনেকে। এছাড়াও আগামী সোমবার সাধারণ সভার আহ্বান করা হয়েছে। আগামী সোমবার চিংড়ি বিপনী কেন্দ্রে বিকেল ৩ টায় সকল চিংড়ি চাষীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। পাইকগাছায় চিংড়ি চাষ হবে কি হবে না।এ সব বিষয় নিয়ে গুরুত্বপুর্ণ আলোচনা হবে । এক্ষেত্রে চিংড়ি চাষীদের করনীয় কি সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও বক্তরা জানান।

আপনার মূল্যবান মতামত দিন: