পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করলেন সহকারী অধ্যাপক মুসাফির নজরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১ ১০:২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১ ১০:২৭

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

ঢাকা বিশ্বাবিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন, জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক আলোকিত বাংলাদেশের মাগুরা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম (মুসাফির নজরুল)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন (গিয়াস শামীম) তত্ত্বাবধানে ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার স্বরূপ শীর্ষক গবেষণা অভিসন্দর্ভের জন্য তাকে এ ডিগ্রি প্রদান করা হয়েছে। পি.এইচ.ডি পরীক্ষা কমিটির সভাপতি ও পরীক্ষক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইন এবং বহির্দেশীয় পরীক্ষক ছিলেন ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সঞ্জিত মন্ডল। বিভিন্ন সংবাদ মাধ্যমের যানা যায়, একই বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ড. এস. এম লুৎফর রহমান-এর তত্ত্বাবধানে ‘বিভাগোত্তর বাংলা কথাসাহিত্যে প্রতিফলিত “আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা” শীর্ষক অভিসন্দর্ভের জন্য এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন। শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুসাফির নজরুল বাংলা একাডেমির একজন সদস্য। উনার প্রকাশিত গবেষণা, উপন্যাস, কাব্য ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা (১৩) টি। এছাড়াও আন্তর্জাতিক ও জাতীয় জার্নাল, জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও লিটল ম্যাগাজিনে তার শতাধিক অনুবাদ, প্রবন্ধ, কবিতা ও ছোটগল্প নিয়োমিত প্রকাশিত হয়। তিনি বিভিন্ন সিম্পোজিয়াম ও সেমিনারে অংশগ্রহণ করাসহ পরপর দু’বার মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন। এছাড়াও সাংবাদিকতা ও সাহিত্য ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন বলে জনমাধ্যম জানতে পেরেছে। দৈনিক সমসাময়িক পত্রিকার সকল কর্মকর্তাবৃন্দের পক্ষ থেকে এ গুণীজনকে শুভেচ্ছা ও অভিনন্দন।।


আপনার মূল্যবান মতামত দিন: