
পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের চিরিরবন্দরে মোছাব্বের আলী (৬৬) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত (১৫ নভেম্বর) সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ ঘটিকার পর উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর (পশ্চিম বানিয়া পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। মোছাব্বের আলী (৬৬) উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র। পরিবারের সদস্যরা জানান, "রাতের খাওয়া সেরে রাত আনুমানিক সাড়ে ৯ ঘটিকার পর নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান তিনি, এরপর সকালে তাঁর ঘরে গেলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে থানায় সংবাদ দিলে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন"। তার পরিবার ও এলাকাবাসী ধারনা করছেন তিনি গত ৪-৫ মাস ধরে মানষিক ভাবে অসুস্থ্য থাকায় ওই বৃদ্ধ আত্মহত্যা করে থাকতে পারে।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, "পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে"। এ ঘটনায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: