
এম আজাদ চৌধুরী, পটিয়া চট্টগ্রাম।।
চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন কেলিশহর ইউনিয়নে প্রতিপক্ষের সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে ২ জনকে আহত করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন মো: ইয়াছিন চৌধুরী কায়সার । সে দক্ষিণ ভূর্ষি ইউপির ডেঙ্গাপাড়া ইউনুছ চৌধুরীর পুত্র। মো: বোরহান উদ্দিন সে চন্দনাইশ পৌরসভার ১ নং ওয়ার্ডের বদুরপাড়ার সিরাজুল ইসলামের পুত্র। ঘটনাটি ঘটেছে গত ৯ নভেম্বর বিকাল ৩ টায়। এ ঘটনায় ইয়াছিন চৌধুরী ও বোরহান উদ্দিন বাদী হয়ে পটিয়া থানায় উপজেলার কেলিশহর ইউপির ৮নং ওয়ার্ডের গফুর মেম্বার বাড়ীর দুলা মিয়ার পুত্র মো: বোরহান উদ্দিন, মো: ইমরান, হাসিনা বেগম, দুলা মিয়া, মো: হেলাল, কল্যাণ মহাজনের পুত্র প্রসেজিৎ প্রমু বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। থানা দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় ইয়াছিন চৌধুরী কায়সার ও তার মামা মো: বোরহান উদ্দিন বিগত ১ বছর আগে এস আলম গ্রæপের মালিকানাধীন এস. আলম প্রজেক্ট নামের একটি মৎস্য খামার ও মুরগির ফার্ম ইজারা নিয়ে ব্যবসা শুরু করেন। পক্ষান্তরে প্রতিপক্ষ বিবাদীরা এলাকায় দীর্ঘদিন যাবৎ একটি সিন্ডিকেট গঠন করে মাদক ও ইয়াবা ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় গত দুই মাস ধরে দুলা মিয়ার পুত্র বোরহান উদ্দিন এর নেতৃত্বে মৎস্য ও মুরর্গির ফার্মে এসে চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় মৎস্য ও মুরর্গির ফার্মে আসা খাদ্যর গাড়ীটি গত ৯ নভেম্বর পথরোধ করে আটকিয়ে রাখে। এতে ইয়াছিন ও তার মামা বোরহান এর কারণ জানতে চাইলে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কিপ্ত হয়ে দেশীয় অস্ত্রসন্ত্র দিয়ে হামলা চালিয়ে আহত করেন বলে থানার দায়েরকৃত অভিযোগ সূত্রে প্রকাশ। এ ব্যাপারে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মূল্যবান মতামত দিন: