
সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদদাতাঃ- চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবমোঃ হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৩০ নভেম্বরথেকে ২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। ভোট গ্রহণ হবে ২৩ ডিসেম্বর।পটিয়া উপজেলা ১৭ ইউনিয়নে আওয়ামীলীগ, জাতীয় পাটি, স্বতন্ত্রসহ দুই শতাধিক চেয়ারম্যান প্রার্থীরা মাঠে ময়দানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে।কেউ কেউ দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়ে নিজ নিজ ইউনিয়নে প্রচার প্রচারনায় ব্যাস্ত রয়েছে। নির্বাচন যতোই ঘনিয়ে আসছে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মাঠে ময়দানে দৌড় ঝাঁপ দেখা যাচ্ছে। এবার পটিয়ার জিরি ইউনিয়ন পরিবর্তনে হাওয়া লেগেছে। বর্তমান চেয়ারম্যানকে তাদের সুখে-দুঃখ পাশে না পাওয়া সহ নানান অভিযোগ উঠেছে। এর মধ্যে তরুণ শিল্পপ্রতি সাবেক ছাত্রলীগ নেতা হাজী নাজিম উদ্দিন জয় নৌকার মাঝি হতে মাঠে ময়দানে কাজ করছেন বলে এলাকার লোকজন সুত্রে জানাযায়। তিনি ইতিমধ্যে আওয়ামীলীগে দলীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে রাজনৈতিক বায়োডাটা ফরম পূরণ করে জমা দিয়েছে বলে সুত্রে জানাগেছে।
সূত্রে জানাযায়, পটিয়া উপজেলার জিরি ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে মডেল হিসাবে গড়ে তুলতে আওয়ামীলীগের মনোনয়ন পেতে চান সাবেক ছাত্রলীগ নেতা হাজী নাজিম উদ্দিন জয়। তিনি পটিয়া উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি, সাবেক সহ-সভাপতি জিরি ইউনিয়ন ছাত্রলীগ, সাবেক সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা পটিয়া উপজেলা শাখা, উপদেষ্টা সাঁইদাইর যুব কল্যান একতা সঙ্গ দায়িত্ব পালন করেন।সাবেক ছাত্রলীগ নেতা হাজী নাজিম উদ্দিন জয় জানান, জাতির জনক বঙ্গবন্ধু’র আদর্শ ধারণ করে ছাত্র জীবন থেকেই মুজিব আদর্শ বুকে ধারণ করে দলের জন্য কাজ করে যাচ্ছি। আগামী ইউপি নিবার্চনে জিরি ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার আশাবাদী এবং সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। করোনা মহামারিতে ইউয়িনবাসী পাশে সামর্থ অনুযায়ী সহায়তা করেছি। স্থানীয় রাজনীতিতে প্রিয়নেতা জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপির পাশে থেকে আওয়ামীলীগ সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে নির্বাচন করতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে জিরি ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ।
তিনি আরোও বলেন, জাতিকে যতো বেশি সু-শিক্ষায় শিক্ষিত করা সম্ভব ততো বেশি বেকারত্ব লাঘব হবে। এক্ষেত্রে জিরি ইউনিয়নে শিক্ষার গুনগত মান উন্নয়নে সরকারের সব অগ্রণী পদক্ষেপ বাস্তবায়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত ও দৃশ্যমান উন্নয়ন করা হবে। আগামী দিনের ভবিষ্যত যুব সমাজকে মাদকের কালো হাতের ছোবল গ্রাস করে নিচ্ছে। তাই এলাকার সচেতন নাগরিকদের সমন্বয়ে জিরি ইউনিয়নকে মাদক, সন্ত্রাস মুক্ত ইউনিয়নের পরিণত করা হবে এবং ইউনিয়নে মডেল রূপান্তর করা হবে। তার পাশাপাশি যুব ও ছাত্র সমাজকে মাদক, সন্ত্রাস ও অসমাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে মাঠ পর্যায়ে খেলাধুলা, শিক্ষা সফর, নিয়মিত সাংস্কৃতিক চর্চা গুরুত্ব দেয়া হবে। তিনি আরো বলেন দল থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী করছি, তবে জিরি ইউনিয়নে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে দলীয় নৌকা মনোনয়ন দেবে তার সাথে কাজ করবেন বলে জানান।

আপনার মূল্যবান মতামত দিন: