ইউনিয়ন ব্যাংক লিঃ হাটহাজারী সরকার হাট উদ্যোগে প্রমোশন সংবর্ধনা ও বার্ষিক বনভোজন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১ ১৭:০৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১ ১৭:০৫

ছবি সমসাময়িক

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদাতা।।

বাংলাদেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ব্যাংক লিমিটেড হাটহাজারী সরকার হাট শাখায় সদ্য প্রমোশন প্রাপ্ত অফিসারদের সংর্বধনা ও বার্ষিক বনভোজন ১৩ ই নভেম্বর শনিবার চট্টগ্রামের ভাটিয়ারী সীতাকুণ্ড (মাটি টা) রিসোর্স এ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ব্যাংকের এভিপি এবং হাটহাজারী সরকার হাট শাখা প্রধান মোহাম্মদ রফিকুল ইসলাম ইসলামাবাদীর সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ব্যাংকের ম্যানেজার অপরেশন আবু করিম সামী উদ্দিনের পরিচালনায় এতে অংশগ্রহণ করেন ইউনিয়ন ব্যাংক হাটহাজারী উপ শাখার ইনচার্জ জিয়া উদ্দিন, সরকার হাট শাখার অফিসার আবদুল মজিদ, মাহমুদুর রহমান, জাহেদুল ইসলাম,শান্তু দাশ,আবদুর রহিম, প্রীতম গোষ,সাবরিনা,নিরজনা, মামুনুর রশীদ,হাটজারী উপ শাখার অফিসার শফিউল বশর মামুন, জাকারিয়া মাসুদ রুপম,আলমগীর আলম,নজুরুল,আজিম প্রমুখ।এতে ভিবিন্ন খেলাধুলাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে পুরুষ্কার বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: