জাতিকে শিক্ষার মাধ্যমে সকল অপশক্তিকে রুখতে হবে-এমপি শেখর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১ ১৫:৪৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১ ১৫:৪৫

ছবি সমসাময়িক

রাশেদ রেজা মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলার আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের চার বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হলো আজ শনিবার সকাল ১১টায়। শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার নির্দেশ – এই শ্লোগান কে জাতির সামনে আরো একধাপ এগিয়ে নিতে, শিক্ষা জাতির মেরুদণ্ড এটাই শ্রীপুরবারিকে এগিয়ে নিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর। বিশিষ্ট রাজনীতিবিদ ও উক্ত কলেজের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান। বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্র লীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, শ্রীপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি বি এম আরিফুজ্জামান সাজ্জাদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ সালাউদ্দিন, মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ রিজাউল ইসলাম, মাগুরা জেলা পরিষদের সদস্য মোঃ আরজান বাদশা, কুষক লীগের শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ খবির হোসেন খান বাবু, শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মোল্লা প্রমুখ। ভিত্তি প্রস্তর শেষে হাফেজ মাওলানা জিহাদুল ইসলামের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিসহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: