
ওসমান গনি গজারিয়া প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা শ্রী রক্ষা কালী মন্দির উদ্বোধন করলেন ৮নং গজারিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী যুবলীগের নেতা আবুল বাসার সজল। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার ৮নং গজারিয়া ইউনিয়নের বেপারী পাড়ায় এ নবনির্মিত শ্রী রক্ষা কালী মন্দির উদ্বোধন করেন তিনি। এদিকে এ অনুষ্ঠান'কে ঘিরে স্থানীয় এলাকার মানুষের উপস্থিতি উৎসাহ ছিল যথেষ্ট। সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল বাসার সজল কে ধন্যবাদ, ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। স্বামী বিবেকানন্দ যুব সংঘের সার্বিক সহযোগিতায় উদ্বোধন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী একনাথনন্দজি মহারাজ সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: