পটিয়ায় জাপা'র নেতা মাহবুল আলম বাঁশি'র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১ ১৭:১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১ ১৭:১৪

ছবি সমসাময়িক

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী।।

জাতীয় চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সাংগঠনিক সম্পাদক মাহবুল আলম বাঁশি (৬৫) ১০ নভেম্বর বুধবার দুপুর সাড়ে ১২ টায় নিজ বাড়ি পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহে ওয়াইন্না লিল্লাহে রাজিউন। সে দীর্ঘদিন যাবত ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। সে পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডে রফিক আহমদ মৃত আবদুছ ছবুরের প্রথম পুএ। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে যান। ১০ নভেম্বর বুধবার রাত ৯ টায় দক্ষিণ গোবিন্দরখীল স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হবে। জাপার নেতা মাহবুল আলম বাঁশি'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারবর্গের সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি, সাবেক এমপি ও জাপা চেয়ারম্যান এর উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী, জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দঃ জেলার আহবায়ক শামসুল আলম মাস্টার, উপজেলা চেয়ারম্যান মোতাহারুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া,পটিয়া পৌর মেয়র মুহাম্মদ আইয়ুব বাবুল, সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক মেয়র নুরুল ইসলাম, জাপা কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, দঃ- জেলার সিনিয়র সহ-সভাপতি আবদুস চাক্তার রনি, পটিয়া উপজেলা আহবায়ক চেয়ারম্যান রফিক আহমদ, পটিয়া পৌর আহবায়ক কমিশনার নুরুল ইসলাম, উপজেলা সাবেক সম্পাদক কাজী খোরশেদ আলম, জাতীয় কৃষক পার্টি কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হোসাইন, দক্ষিণ জেলার সভাপতি মাহবুবুর রহমান, দক্ষিণ জেলা জাপার সাংগটনিক সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী, পৌর সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, যুবসংহতি কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম মেম্বার, মেম্বার দুলা মিয়া চৌধুরী, ডাঃ খোরশেদ আলম, মনির চেয়ারম্যান, দঃ জেলা ছাসমাজ আহবায়ক এম. এন. জসিম, ইয়াছিন খান,,ইকবাল মেম্বার, দিপু মেম্বার,রমজান মুন্সী মেম্বার, জসিম উদ্দীন বাবর, রাজিব চৌধুরী,দৈনিক জনতা ও দৈনিক বাংলা পাঠক ফোরাম সভাপতি এম. আজাদ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাজু প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: