
রাশেদ রেজা মাগুরা প্রতিনিধি।।
গত মঙ্গলবার বিকালে মাগুরার শ্রীপুরের চর চৌগাছী ঘসিয়াল গ্রামে গড়াই নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী শেখ রাসেল ৪র্থ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ প্রতিযোগীতায় ৯ টি নৌকা বাইচে অংশ নেয় । প্রতিযোগীতায় লালন শাহ নৌকা ১ম, রাজবাড়ির পাংশার লালন শাহ নৌকা ২য় এবং কুষ্টিয়ার সোনার বাংলা নৌকা ৩য় স্থান অধিকার করে। প্রতিযোগীতা শেষে সন্ধ্যায় মাগুরা –১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন। এই সময় শ্রীপুর উপজেলা নিবাহী কর্মকতা . উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ ,সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত প্রমুখ উপস্থিত ছিলেন । শ্রীপুর উপজেলার চর চৌগাছী ঘসিয়াল গ্রামবাসীর উদ্যোগে এই গ্রামবাংলার ঐতিহ্যবাহী শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতার আযোজন করা হয়। হাজার হাজার মানুষ এই নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে সমবেত হন। এই উপলক্ষে নদীতীরে বিরাট মেলা বসে চলবে আরো আরো ক'দিন।

আপনার মূল্যবান মতামত দিন: