পাইকগাছাতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১ ১৬:৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১ ১৬:৫০

ছবি সমসাময়িক
মোঃ মানছু্র রহমান (জাহিদ)।। পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ১০ নভেম্বর (বুধবার) সকালে পাইকগাছা উপজেলা পরিষদের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সামনে প্রধান সড়কের পাশে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে ও জগদীশ চন্দ্র রায়ের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, সাবেক কাউন্সিলর হেমেশ চন্দ্র মন্ডল, তৃপ্তি রঞ্জন সেন, বিভূতি ভূষন সানা, পঞ্চানন সানা, সন্তোষ কুমার মন্ডল, এ্যাড. শিবুপ্রসাদ সরকার, রবীন্দ্রনাথ কর্মকার, পরিমল সাধু, পঞ্চানন বিশ্বাস, এস,এম, শামছুর রহমান, এম.এম. আজিজুল হাকিম, বিজন বিহারী, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, সুনীল রায়, দীপক কুমার মন্ডল, বাবুরাম মন্ডল, পরশ মন্ডল, কেষ্টপদ মন্ডল, পার্থ প্রতীম চক্রবর্তী, মৃত্যুঞ্জয় সরকারসহ আরো উপস্থিত ছিলেন গদাইপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আলহাজ্ব শেখ হারুনুর রশিদ (হিরু), আব্দুল্লাহ আল মামুন মোড়ল,সুুুমন মোড়ল প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: