পটিয়া করল সুমঙ্গল বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১ ১৭:৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১ ১৭:৪২

ছবি সমসাময়িক

সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদদাতা।।

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে করল সুমঙ্গল বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। (৭ নভেম্বর) রবিবার বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের সহযোগিতায় প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন ও তার পরিবরিবর্গ আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনিরুদ্ধ মহাস্থবির। প্রজ্ঞাসার মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক ড.সংঘপ্রিয় মহাস্থবির। ধর্মদেশনা করেন, সোমানন্দ মহাস্থবির, বুধিমিত্র মহাস্থবির, জিনপ্রিয় মহাস্থবির, বুদ্ধপ্রিয় স্থবির, তিষ্যমিত্র স্থবির। প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া লিটনের স্বাগত বক্তব্য পর জ্ঞান জ্যোতি ভিক্ষু সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শৈবাল বড়ুয়া, মাষ্টার সন্তোস বড়ুয়া, বিকাশ বড়ুয়া, সীমাজু বড়ুয়া, সৈকত চৌধুরীর, রনি বড়ুয়া প্রমুখ। চীবর প্রদান করেন আলপনা বড়ুয়া, প্রভা বড়ুয়া, রুনু বড়ুয়া, মায়া বড়ুয়া, রনি বড়ুয়া ও অষ্ঠপরিস্কার প্রদান করেন জগৎ জ্যোতি বড়ুয়া ও রাজন চৌধুরী। এ সময় প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া লিটনের স্বর্গীয় পিতা সুবোধ রঞ্জন চৌধুরী ও মাতা আরতী চৌধুরী ও কালগত জ্ঞাতীগনের পরলোকিক শান্তি কামনা করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন: