
মোঃ মানছু্র রহমান (জাহিদ)।। খুলনা সড়ক বিভাগ এর আওতাধীন বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক মান উন্নতিকরন শীর্ষক প্রকল্পের আওতায় পাইকগাছায় সওজের পরিদর্শন বাংলোর নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্হাপন শেষে উপজেলা পরিষদ ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।০
৯ নভেম্বর (মঙ্গলবার) সকালে সড়ক ও জনপথ বিভাগ খুলনা কতৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিছু্জ্জামান মুরাদ। প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেশ বিশ্বাস,সহকারী নির্বাহী প্রকৌশলী কোপেন দে,সুব্রত কুমার বিশ্বাস,হুমায়ন কবির খোকন ও প্রজেক্ট অফিসার দিলিপ কুমার। মতবিনিময় উপস্থিত ছিলেন,পাইকগাছা ও কয়রা উপজেলার ১৭ জন ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুধী সমাজের লোকেরা।
উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য দেন চেয়ারম্যান আঃ মান্নান গাজী, সাংবাদিক আলাউদ্দীন রাজা, মিজানুর রহমান,স্নেহেন্দু বিকাশ, প্রভাষক মইনুল ইসলাম, রাস্তা সরলী করণ, সোজা করন, উঁচু করনসহ জমি অধিগ্রহনে ৩'শ ৩৯ কোটি ৫৬ লাখ টাকার কাজ চলমানের প্রদর্শনী করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: