
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার'' এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বিট পুলিশ ইউনিটের উদ্যোগে মাদক সন্ত্রাস ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভবেরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নয়াকান্দি গ্রামে দেওয়ান বাড়ীতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় মাদক সন্ত্রাস ও ছিনতাই ইত্যাদি অপরাধমুলক কর্মতৎপরতা রুখতে পুলিশের গৃহীত নানা ধরনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত বিট পুলিশিং উঠান বৈঠকে ভবেরচর ইউনিয়নের সদস্য রোকনুজ্জামান শিকদার এর সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজু বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভবেরচর ক্যাম্পের বিট ইনচার্জ এসআই মো. সেকান্দর আলী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এএসআই মো. মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য মো.ইলিয়াস প্রধান, বিজয় টিভি জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, ভবেরচর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. আবুল হোসেন, ব্যবসায়ী আমির হোসেন ভুইয়া, উপজেলা ছাত্র লীগের সদস্য ফোহাদ, আবির হোসেন প্রমুখ। এসময় ২নং ওয়ার্ডের নয়াকান্দি গ্রামের সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: