
বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী সোহেল কাজী (৩২) আটক হয়েছে। আটক সোহেল নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড ভাঙ্গাগেট এলাকার আমডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিন কাজীর ছেলে। ৭ নভেম্বর (রবিবার) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি অভিয়ান চালিয়ে মাদক উদ্ধার করে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: বনী আমিন-সহ থানা পুরিশের একটি চৌকস টিম মাদক ব্যবসায়ী সোহেল কাজীর বাড়িতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। যার নং- ০৪, তাং- ০৭/১১/২১ইং।

আপনার মূল্যবান মতামত দিন: