
সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদদাতাঃ- চট্টগ্রামে পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী হাউজিং সোসাইটির উদ্যােগে ৬ নভেম্বর রাতে ঈদে মিলাদুন্নবী সাঃ সুচক্রদন্ডী হাউজিং সোসাইটির সভাপতি মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম এর পরিচালনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য পেশ করেন, মুফতি মাওলানা গোলাম রাব্বানী কাশেমী, বিশেষ অতিথি ছিলেন হজরত শাহচান্দ আউলিয়ার কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সাইফুদ্দিন খালেদ জোহাদী, আমন্ত্রিত অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। এতে উপস্থিত ছিলেন সুচক্রদন্ডী হাউজিং সোসাইটি মিলাদ মাহফিল উদযাপন কমিটির আহবায়ক হাবিবুর রহমান সুমন, যুগ্ম আহবায়ক মোঃ আলী আজগর, যুগ্ম আহবায়ক মোঃ রুকুনুজ্জমান সবুজ, এডভোকেট মাইনুল ইসলাম সুমন,মোঃ সেলিম, মোঃ সাইফুদ্দিন (সাইফু) নজরুল ইসলাম বিপ্লব প্রমুখ।
ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে মুফতি মাওলানা গোলাম রাব্বানী কাশেমী বলেন, দুনিয়ার জীবনে সুখ ও শান্তি এবং আখেরাতে মুক্তি পেতে হলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শকে বুকে ধারণ করতে হবে। আল কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠন করতে হবে। সুন্দর জীবন ও আদর্শ সমাজ গঠনে সকলকে আল্লাহ রাসুল (সঃ) পথ অনুসরণ করার আহবান জানান।

আপনার মূল্যবান মতামত দিন: