পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিয়ান তিনহাজার ইয়াবাসহ গ্রেপ্তার-৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১ ১২:৫৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১ ১২:৫৫

ছবি সমসাময়িক
সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদদাতাঃ- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মোজাফরাবাদ কলেজের বিপরীত পার্শ্বে চট্টগ্রাম শহরে পাচারকালে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, কক্সবাজারের ইদগাঁও ও টেকনাফ হ্নীলা এলাকার মোঃ হোছন (৩৯) এবং মোঃ ইলিয়াছ (২১) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়। আসামী-(০১) মোঃ হোছন (৩৯), পিতাঃ মৃত আবুল বশর প্রকাশ জালাল আহম্মদ, মাতাঃ ছাবেদা খাতুন, সাংঃ পশ্চিম বোয়ালখালী, জালাল আহম্মদের বাড়ি, ওয়ার্ড নং-০৫, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ, থানাঃ ইদগাঁ, জেলাঃ কক্সবাজার। তাকে ১,৫০০ পিস ইয়াবাসহ সন্ধ্যা প্রায় ০৭ঃ১৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। আসামী-(০২) মোঃ ইলিয়াছ (২১), পিতাঃ মৃত হোসন আহম্মদ, মাতাঃ ফরিদা বেগম, সাংঃ পূর্ব পানখালী (মাঝির পাড়া), পোঃ হ্নীলা, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার। তাকে ১,৫০০ পিস ইয়াবাসহ সন্ধ্যা প্রায় ০৬ঃ১৫ ঘটিকায় গ্রেফতার করা হয় উপপরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মূল্যবান মতামত দিন: