
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
আজ মাগুরার শালিখা থানার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে সঙ্গবদ্ধ গরু চোর দলের সঙ্গে ধস্তাধস্তির সময় গরু মালিক সাজ্জাদ লস্কর (৩২) নামের এক যুবককে কুপিয়ে ও গাড়ির চাকার নিচে পিষ্ট করে হত্যা করা হয়েছে। (৭ ই নভেম্বর) রবিবার রাত তিনটার দিকে পুকুরিয়া গ্রামে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। পরে নিহতের লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ। নিহত সাজ্জাদ লস্কার (৩২) পুকুরিয়া গ্রামের সাহেবালী লস্করের ছেলে। গরুচোরের হাতে খুন হওয়া সাজ্জাদ লস্কারের ভাই শাহেদ লস্কর বলেন, আনুমানিক রাত ২.৩০টার দিকে ৮-৯জন চোর বাড়িতে ঢুকে গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিলো। এ সময় মৃত সাজ্জাদ লস্কার দেখত পাই এবং চিৎকার শুরু করে অতঃপর, গ্রামের দুইটি মোটর-সাইকেলে বেশ কয়েকজন সঙ্গে নিয়ে তাদের ট্রাকে ধাওয়া দেয়। ট্রাকটি বরুই চারা এলাকায় এলে রাস্তায় বালুর সাথে ট্রাকটি আটকে যায়। এবং সাজ্জাদ লস্কর সহ অন্যন্যদের সাথে চোর সদস্যদের মারামারি শুরু হয়, এক পর্যায়ে চোর সদস্যরা তাকে কুপিয়ে আহত করে এবং পরে টায়ারের পিষ্ট করার মধ্য দিয়ে এ নারকিয় হত্যাটি করে। এবং সঙ্গবদ্ধ গরুচোর দল ট্রাকে থাকা গরুগুলো নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মাগুরা শালিখা থানা ওসি তারক বিশ্বাস সংবাদ কর্মীদের বলেন, শালিখা উপজেলা পুকুরিয়া গ্রামে সঙ্গবদ্ধ গরু চোরদের সাথে হাতাহাতিতে গরুর মালিক সাজ্জাদ লস্কার (৩২) নামের যুবককে হত্যা করে গরু নিয়ে পালিয়ে গেছে। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়ছে। এই নারকীয়া হত্যা ও লোমহর্ষক ঘটনার তদন্ত ও গরু চোরদের আটকের জন্যে সব ধরনের প্রক্রিয়া চালছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আপনার মূল্যবান মতামত দিন: