মণিরামপুরে স্বামীর তালাকের নোটিশ পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো স্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১ ০৮:৩২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১ ০৮:৩২

ছবি সমসাময়িক

মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।

যশোরের মণিরামপুর উপজেলায় জেসমিন খাতুন (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গরিবপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানাযায়। জেসমিন ওই গ্রামের আব্দুল মালেকের মেয়ে। জেসমিন ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের। খেদাপাড়া ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল এ সব তথ্য নিশ্চিত করেছেন।

এসআই গোলাম রসুল বলেন, দুই বছর আগে অভয়নগরের নওয়াপাড়ায় বিয়ে হয় জেসমিনের। বিয়ের পর থেকে স্বামীর বাড়ির লোকজনের নির্যাতনের শিকার হন তিনি। নির্যাতন সইতে না পেরে গেল আট মাস ধরে গরিবপুর গ্রামে বাবা আব্দুল মালেকের বাড়িতে অবস্থান করছিলেন জেসমিন। রসুল বলেন, এক সপ্তাহ আগে স্বামীর পক্ষ থেকে তালাকের নোটিশ পান জেসমিন। এরপর থেকে তাঁর মন ভার। সে কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন: