শ্রমিক নির্দেশনা না মেনে চলছে সিমাখালী-মাগুরা রুটে গাড়ি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১ ০৮:০৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১ ০৮:০৫

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

সারাদেশের শ্রমিক ঐক্যের ডাক তোয়াক্কা না করে নিজেদের গতিতে চলছে মাগুরা মালিক সমিতি। যেখানে ১৫ টাকা ডিজেলের দাম বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ শ্রমিক-মালিক সমন্নয় ঐক্য ও বাংলাদেশ পরিবহন মালিক সমিতি সমস্ত শ্রমিকেরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন, টিক এসময়ে কোন কিছুর নিয়ম না মেনে রিতিমত সিমাখালী টু মাগুরা রুটের ১০ মিনিট বাস ছাড়ছেন মাগুরা মালিক সমিতির বাসগুলি। যশোর বাস মালিক সমিতি একজন নেতা দৈনিক সমসাময়িক কে জানান, দেশের এই ক্রান্তিলগ্নে আমরা শ্রমিক মালিক এক কাতারে এসে আন্দোলন করছি, সেখানে মাগুরা মালিক সমিতির এই কর্মকান্ড সমিতির সন্মানকে নাস্তানাবুদ করবে, আমরা এই প্রতিবাদ জানায়। প্রকাশ্য, আজ সকাল ৬টা থেকে যশোর,খুলনা,ঝিনাইদহ,সাতক্ষিরা সহ সকল রুটে বাস চলাচল বন্ধ আছে।


আপনার মূল্যবান মতামত দিন: