যশোরে কালী মণ্ডপে সিসি ক্যামেরা দিলেন সাবেক ছাত্রনেতা দেবাশীষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১ ১৮:৩৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১ ১৮:৩৭

ছবি সমসাময়িক
যশোর থেকে।। যশোরে কালী পুজার মণ্ডপে সিসি ক্যামেরা দিলেন শেখ ফজলুল হক  মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংক যশোরের পৃষ্ঠপোষক, সাবেক ছাত্রনেতা দেবাশীষ রায়। সকালে শহরের  টিভি ক্লিনিক পাড়া পুজা কমিটির কাছে সিসি ক্যামেরাগুলো হস্তান্তর করা হয়। দেবাশীষ রায়ের পক্ষে যশোর জেলা ছাত্রলীগের সাবেক নেতা নিয়াজ মাহমুদ শাহীন পুজা কমিটির সাধারণ সম্পাদক দেনাশীষ দাস দেবুর হাতে এই উপহার তুলে দেন। মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও সরঞ্জাম দেয়ায় খুশি স্থানীয়রা। পুজা কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু জানান,  কালী পুজার সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেবাশীষ  রায় আমাদের যে সহযোগিতা করেছেন সেটার জন্য আমরা আনন্দিত এবং একই সাথে গর্বিত। এলাকাবাসী তার জন্য মঙ্গল কামনা করে ইতিমধ্যে প্রার্থনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায় করোনাকালে যশোরে শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংক করেন। করোনার কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান।


আপনার মূল্যবান মতামত দিন: