অভয়নগরে সাপের কামড়ে গ্যারেজ মিস্ত্রী'র মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১ ১৬:৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১ ১৬:৪২

ছবি সমসাময়িক

বিশেষ প্রতিনিধি।।

যশোরের অভয়নগরে সাপের কামড়ে লাল্টু মোল্লা(৩৫) নামের এক গ্যারেজ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। মৃত লাল্টু উপজেলার ৪ নং পায়রা ইউনিয়নের পায়রা গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা আহাদ আলী মোল্লার পুত্র। সে নিজ বাড়ির সামনে একটি সাইকেল গ্যারেজ করে সেখানে নিজেই মিস্ত্রির কাজ করতেন। জানা যায়, ৪ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল আনুমানিক ৪ টার দিকে তার নিজ বসতবাড়ির বৈদ্যুতিক সংযোগের কাজ করতে যান তিনি এসময় মাটির ঘরের পোতার পেছনে পৌছালে বিষধর সাপেড় কামড়ের শিকার হয়। পরে সন্ধা ৬ টার দিকে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান সবুজ বলেন, হাসপাতালে আসার পূর্বেই সে মৃত্যু বরন করেছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মূল্যবান মতামত দিন: