খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ০১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১ ১৪:১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১ ১৪:১৫

ছবি সমসাময়িক
মোঃ মানছু্র রহমান (জাহিদ)।। খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ দিঘলিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ০৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ০৯.৪৫ টার সময় দিঘলিয়া থানাধীন চন্দনীমহল সাকিনস্থ এপেক্স মাধ্যামিক বালিকা বিদ্যালয়ের উত্তর পাশের এপেক্স স্কুল মোড়ে চৌরাস্তার উপর থেকে আসামী ১। মোঃ আতাউর রহমান মোড়ল (৫৫), পিতা- মৃত ইজ্জত আলী মোড়ল, মাতা- মৃতা রহিমা খাতুন, সাং-ভাতছালা, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীর দুই পায়ে সুকৌশলে সাদা রংয়ের পলিথিনের মধ্যে বাদামী ও সাদা কসটেপ দিয়ে মোড়ানা সর্বমোট (২০০+২০০)=৪০০ (চারশত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে ০৪/১১/২০২১ ইং তারিখ সকাল ১০.০৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক , জেলা ডিবি, খুলনা বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন।যার নং- ০২, তারিখ- ০৪/১১/২০২১ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক)।


আপনার মূল্যবান মতামত দিন: