মণিরামপুরে বিদ্রোহী দমন করতে আ’লীগের বর্ধিত সভা; মহিতুজ্জামান ও দিপালীর প্রার্থীতা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১ ০১:২৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১ ০১:২৮

ছবি সমসাময়িক
মণিরামপুর(যশোর)।।
ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ দমন করতে যশোরের মণিরামপুরে বুধবার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। দলিয় কার্যালয়ে সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এ সভা। উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল মজিদ, মেহেদী হাসান মিন্টু, যুগ্ম সম্পাদক ও সাবেক সাংসদ মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুখেন মজুমদার, মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আমজাদ হোসেন লাভলু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য হুমায়ুন সুলতান সাদাব, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানজীভ নওশাদ পল্লব, লুৎফুল কবির বিজু, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তি বাচ্চু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন জানিয়েছেন, জেলা হত্যা দিবস ও ইউপি নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে মনিরামপুরে ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীদের আগামী ১১ নভেম্বরের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে হবে। অন্যথায় তাদেরকে দল থেকে আজিবন বহিষ্কার করা হবে। তিনি আরো জানান, বর্ধিত সভাস্থলে মনোহরপুর ইউপিতে আ’লীগের দুই বিদ্রোহী প্রাথী বিএম মোস্তফা মহিতুজ্জামান ও দিপালী রানী বকসি প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন। উল্লেখ্য মনিরামপুরে ১৬ ইউপিতে ২৮ নভেম্বর নির্বাচন। অধিকাংশ ইউপিতে নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামীলীগ থেকে একাধীক বিদ্রোহী প্রার্থী হয়েছ



আপনার মূল্যবান মতামত দিন: