হুমকি হয়রানীর আশংকায় আ‘লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১ ১৬:৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১ ১৬:৪২

ছবি সমসাময়িক

ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি।।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক মো: আল আমিন প্রধান, উল্লিখিত ইউনিয়নটিতে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থীতা করার আশাবাদ ব্যক্ত করার কারণে স্থানীয় একটি মহলের কাছে থেকে হুমকি, হয়রানীর আশংকায় রয়েছেন । আজ বুধবার বিকালে বালুয়াকান্দি এলাকার মেঘনা পুরাতন ফেরিঘাটে তার নিজস্ব কার্যলয়ে স্থানীয় সংবাদ কর্মীদের কাছে তিনি ওই আশংকার কথা তুলে ধরেন। এ সময় বালুয়াকান্দি ইউনিয়ন আ‘লীগের সভাপতি মো: হাবিবুর রহমান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম ভূইয়া ইউনিয়ন স্বেচ্ছে সেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান নয়ন উপস্থিত ছিলেন। আল আমিন প্রধান তার লিখিত বক্তব্যে জানান, তিনি এবং তার পরিবার বংশ পরম্পরায় আ‘লীগের রাজনীতির সাথে জড়িত ইতিপূর্বে তার চাচা প্রয়াত সামছুদ্দীন প্রধান ও চাচী মর্জিনা বেগম বালুয়াকন্দি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে। চলতি নির্বাচনে তিনি নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহনের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক কাজ করে আসছেন। সম্প্রতি ইউনিয়ন আ‘লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি দলীয় প্রতীক নৌকা‘র জন্য সংশ্লিষ্টদের কাছে সিভি জমা দিয়েছেন। তার দাবী, একটি কূচক্রী মহল অতীতের ন্যায় হামলা এবং মিথ্যা মামলার মাধ্যমে তাকে ও পরিবারের লোকজনকে বিপদে ফেলে নির্বাচন থেকে দুরে রাখতে পায়তারা করছে।


আপনার মূল্যবান মতামত দিন: