
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার বাউশিয়াতে জেনেসিস কিন্ডারগার্টেনের শুভ উদ্ধোধন করলেন বাউশিয়া ইউঃপিঃ চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান।সেই সাথে প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। আজ সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দী (দক্ষিন পাড়ায়) এই প্রতিষ্ঠানটির পথচলা শুরু হলো।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ধোধন করেন বাউশিয়া ইউঃপিঃ চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান।ইউঃপিঃসদস্য মোঃকে এম হান্নান এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃখোকন প্রধান, মাওঃআব্দুল আউয়াল প্রধান,বীর মুক্তিযোদ্ধা এস,এম আলী হোসেন,ইউঃপিঃসদস্য মোঃস্বপ্না ইসলাম,মোঃশাহাবুদ্দিন সরকার,সাবেক ছাত্রলীগ নেতা মোঃমহসিন আহম্মেদ,মোঃশাহপরান রানা,মাছুম সরকার প্রমুখ। এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,অধ্যক্ষ মোঃসাইফুল ইসলাম বলেন,আমাদের এলাকায় একাধিক কিন্ডারগার্টেন রয়েছে,কিন্তু আমাদের শিক্ষাদান পদ্ধতিতে আলাদা একটি বিষয় রয়েছে, আমরা পাঠ্যসূচির বাহিরে আনন্দময় শিক্ষায় গুরুত্ব দেব। কিন্ডারগার্টেন এর শুভ উদ্ধোধন করে মোঃমিজানুর রহমান প্রধান বলেন,কোমল মতি শিশুদের শিক্ষা প্রসারে জেনেসিস কিন্ডারগার্টেন ভূমিকা রাখবে বলেই আমি বিশ্বাস করি,আমি এই প্রতিষ্ঠানের উন্নতি ও সমৃদ্ধি কামনা করি। কিন্ডারগার্টেন এর শুভ উদ্ধোধন শেষে এলাকাবাসীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

আপনার মূল্যবান মতামত দিন: