চিরিরবন্দরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১ ১৩:৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১ ১৩:৪৮

ছবি সমসাময়িক

পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’- এ স্লোগানকে সামনে রেখে চিরিরবন্দরে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় চিরিরবন্দর থানার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিরিরবন্দর থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই নিরস্ত্র) তাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ, চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, ৪নং ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার লিটন, ৬নং অমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন সরকার, ৩নং ফতেজংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুনার, ৫নং আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান প্রমূখ। এছাড়াও কয়েকটি ইউনিয়নের কমিউনিটি পুলিশের সদস্যগণ। সভায় বক্তারা বলেন, "দেশের জনগণের সঙ্গে থানা-পুলিশের দূরত্ব কমলেই কমিউনিটি পুলিশিং সফল হবে। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরো জোরদার করা গেলে পুলিশের কাজে তাদের সহযোগিতা যেমন পাওয়া যাবে, তেমনি সমাজে অপরাধপ্রবণতাও কমে আসবে। অপসংস্কৃতি নিবৃত্ত করাই কমিউনিটি পুলিশিংয়ের কাজ। ছোট ছোট বিরোধ উৎসের সময়ই শেষ করে দিতে পারলে থানায় আর মামলা করতে হবে না। কমিউনিটি পুলিশ সক্রিয় হলে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকদ্রব্য, ইভটিজিং ও বাল্যবিয়ে থাকবে না"।


আপনার মূল্যবান মতামত দিন: