
টঙ্গী, গাজীপুর।।
গত কাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে টঙ্গীর গাজীপুরা ২৭ এলাকায় মাটিয়া পাড়া রোডে শহিদুল ইসলাম বিপ্লবের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত কানিজ ফাতেমা কণা (২২) শরিয়তপুরের ডামুড্ডার কামাল হোসেনের মেয়ে এবং শহিদুল ইসলাম বিপ্লবের স্ত্রী। হাজী রওশন আলী একাডেমীর পরিচালক কবির চৌধুরি বিপ্লবের বরাত দিয়ে জানান, দুপুরে ১২ টার দিকে আমাদের স্কুল ছুটির পর কবির বাসায় গিয়ে তার রুমের দরজা বন্ধ পেয়ে ধাক্কা-ধাক্কি করলে ভিতর থেকে তার ৪ বছরের ছেলে দরজা খুলে দেয়। পরে সে তার স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে এলাকার বাসি জড়ো হয় ও পুলিশকে খবর দিলে পুলিশ কণার ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার থানায় নিয়ে আসে। টঙ্গী পশ্চিম থানার এসআই কায়সার আহম্মেদ জানান, এলাকাবাসী পুলিশকে খবর দিলে আমরা ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করি। প্রাথমিক ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মেয়েটি আত্মহত্যা করেছেন। লাশের সুরাতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত বলে জানান, ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শহিদুল ইসলাম বিপ্লব ও তার বাবাকে আটক করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: