
মণিরামপুর (যশোর) প্রতিনিধি।। কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীর পক্ষ থেকে মণিরামপুরে দরিদ্র শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার খেদাপাড়া গ্রামের প্রতিবন্ধী মধুসূদন বিশ্বাসকে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণ কালে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা ডা. ইউনুচ আলী, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, রিপন হোসেন, সাংবাদিক তাজাম্মূল হুসাইন প্রমুখ।
এস এম ইয়াকুব আলী বলেন, প্রতিবন্ধী মানুষ নানাভাবে কষ্ট করছে। তারা আমাদের পরিবার ও সমাজেরই অংশ। প্রতিটি সচ্ছল মানুষের উচিত সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো।

আপনার মূল্যবান মতামত দিন: