আমি চেয়ারম্যান হলে কেউ না খেয়ে থাকবে না- হাজী আক্তার হোসেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১ ১৩:২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১ ১৩:২৩

ছবি সমসাময়িক

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা হোসেন্দীতে চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত। গজারিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে,তৃণমূলের রাজনীতিতে ব্যাপক নির্বাচনী হাওয়া লেগেছে।এরই মধ্যে অনেকেই নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন।তাদের মধ্যে একজন, বিশিষ্ট সমাজ সেবক হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন,তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।আজ বৃহস্পতিবার দুপুরে হোসেন্দী গ্রামে তার নিজ বাড়িতে সাধারণ ভোটারদের মতামত জানা ও তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য মত বিনিময় সভায় ইউনিয়নের ১নং ইসমানির চর এলাকার যুবক/বৃদ্ধদের অংশ গ্রহনে একটি প্রাণবন্ত আলোচনা হয়।এ সময় বক্তব্য রাখেন মোঃ রিপন ফরাজী,দেলোয়ার মেম্বার,ইস মাঈল হোসেন, মোঃবোরহান,আব্দুস সাত্তার, ইলিয়াছ মিয়া, মোঃমির্জা বাগ,মোঃরুহুল আমিন, মোঃ বাদশা, মোঃসেরাজ হোসেন,মোঃসাইদুল ইসলাম,সেলিম বাগ,মোঃ আজিজুল হক,হাজী শাহ পরান,হাজী মাহাবুব হোসেন,মোঃসৈকত হোসেন বাবুসহ বেশ কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, তাঁদের বক্তব্যে জানা যায় হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন একজন প্রতিবাদী এবং পরোপকারী মানুষ,তাঁর মতো সৎ ও ন্যায় পরায়ণ ব্যক্তিকেও এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে প্রয়োজন।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে হাজ্বী মোঃ আক্তার হোসেনকে দেখতে চায় এবং ভোট দিয়ে জয়ের মালা পরাতে চায়। এ সময় সকলের সাথে নির্বাচনী কুশল বিনিময় ও দোয়া চেয়ে হাজী মোঃআক্তার হোসেন বলেন, করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে কর্মহীন ও অসহায়দের পাশে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।এবারে নির্বাচনে হোসেন্দী ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন চেয়ে তিনি আরো বলেন,আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এই ইউনিয়নে কেউ না খেয়ে থাকবে না,আমি চেয়ারম্যান হিসেবে নই,আপনাদের গোলাম হিসেবে সেবা দিয়ে যাব। জানা যায়,বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃআক্তার হোসেন ইতিমধ্যে ইউনিয়নবাসীর মন জয় করে নিয়েছেন।


আপনার মূল্যবান মতামত দিন: