
সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদদাতা।।
চট্টগ্রামে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে নাইখাইন সন্তুাষালয় বৌদ্ধ বিহারে ২৯ অক্টোবর কঠিন চীবর দান উৎসব উপলক্ষে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সমাজ সেবক দিদারুল আলম ৩ শতাধিক মানুষের জন্য মাস্ক প্রদান করেছে। ২৭ অক্টোবর বুধবার সকালে বিহার মহাস্থবির জিন প্রিয় হাতে মাস্ক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সুহৃদ সামি সভাপতি পীযুষ বড়ুয়া, শিক্ষক সুজিত বড়ুয়া, ডাঃ রাখাল চন্দ্র বড়ুয়া,জাহাঙ্গীরআলম, অরবিন্দু বড়ুয়া, অনাদি বড়ুয়া, দ্বিজেন বড়ুয়া প্রমুখ।জঙ্গলখাইন ইউনিয়ন আওয়ামীলীগের মনোনয়ন (নৌকা) প্রত্যাশী দিদারুল আলম বলেন,কঠিন চীবর দান উৎসব এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। যা সাধারণত প্রবারণা পূর্ণিমা পালনের এক মাসের মধ্যে যেকোনো সুবিধাজনক সময়ে পালন করা হয়।এই অনুষ্ঠানে মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রি-চীবর নামে বিশেষ পোশাক দান করা হয়। বৌদ্ধরা পূণ্যের আশায় প্রতি বছর চীবরসহ ভিক্ষুদের অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও দান করেন। তিনি সকলকে স্বাস্থ্য সুরক্ষা রাখতে মাস্ক পড়ার আহবান জানান।

আপনার মূল্যবান মতামত দিন: