গজারিয়ায় আওয়ামী লীগের মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১ ১২:০৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১ ১২:০৯

ছবি সমসাময়িক

ওসমান গনি গজারিয়া প্রতিনিধি।। 

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মত বিনিময় সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এর কার্য্যালয়ে উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি হাজী মোঃমহসিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ এর সাঃসম্পাদক,উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আমিরুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও গজারিয়া ইউঃপিঃ চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া,যুগ্ম সম্পাদক ও গুয়াগাছিয়া ইউঃপিঃ চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুমিনুল হক টিটু,ফিরোজ আহমেদ ফরাজী,আল-আমিন দেওয়ান,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি/সাঃসম্পাদকদের মাঝে উপস্থিত মোঃদাইয়ুম খাঁন,আব্দুল মতিন মন্টু,আক্তার হোসেন মোল্লা,মোঃহাবিবুর রহমান,বোরহান উদ্দিন দেওয়ান, বজলুর রহমান সরকার,মোঃশাহআলম,মোঃ দেলোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার মোঃসাহাব উদ্দিন,মোস্তফা সারোয়ার বিপ্লব,হারুন মোল্লা,মোঃমুক্তার হোসেন,আল আমিন প্রধান, মেহেদী হাসান সবুজ প্রমুখ। মত বিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে প্রতি ইউনিয়নে বর্ধিত সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।জানা যায়,তৃণমূল থেকে নৌকা প্রতীকের মনোনয়ন দাবিদার নেতৃবৃন্দের তালিকা প্রেরণের কথা বলা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: