
মোঃ ওয়াজেদ আলী কুয়াদা (যশোর) প্রতিনিধি।।
যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড কামাল পুর গ্রামের শাহাজাহানের মাতা আমিননেছা (৮৯) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহীn রাজিউন)। জানাযায়, তিনি দীর্ঘ দিন যাবত শারিরীক ও মানুষিক ভাবে অসুস্থতায় ভুগছিলেন। হঠাৎ তিনি সোমবার রাতে মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে ঐ দিন অানুমানিক রাত ২ টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা জান। মৃত্যু কালে তিনি ৭ ছেলে ও ১ মেয়ে নাতী নাতনি পুঁতা পুতনি অনেক গুনাহগ্রারী রেখে গেছেন। মহরুমার জানাজা নামাজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় তার বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। মহরুমার জানাজা নামাজের শেষে তাকে তার পারিবারিক করব স্থানে দাফন করা হয়েছে। মহরুমার জানাজা নামাজ পড়ান সতীঘাট কামাল পুর ক্যাডেট মাদ্রাসা মুহতামিম অজিল্হর রহমান ও কামাল পুর গ্রামের আকসা মসজিদে ইমাম মুফতি মোস্তাফিজুর রহমান। মহরুমার জানাজা নামাজের উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইউপি সদস্য ও স্হানীয় মুসল্লীগণ।

আপনার মূল্যবান মতামত দিন: