বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাথায় আঘাত ও এসিড নিক্ষেপ করে হত্যা- ঘাতক আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১ ১৯:১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১ ১৯:১৭

ছবি সমসাময়িক

কে.এম আলীঃ

যশোরের অভয়নগরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মাথায় লোহার রড দিয়ে আঘাত করে জখম করে শরীরে এসিড ঢেলে দেওয়ায় কেয়া খাতুন (২৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত কেয়া খাতুন উপজেলার কাদিরপাড়া গ্রামের আবুল কালামের মেয়ে। গতকাল ২৫ অক্টোবর (সোমবার) তালতলা এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (চামড়ার মিলের) অভ্যন্তরে দুপুরে টিফিনের সময়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলার তালতলা মাইলপোস্ট এলাকার খন্দকার মোশারফ হোসেনের ছেলে শামীম হোসেন (৩৪) নামের ঘাতক যুবককে আটক করেছে পুলিশ। জানা যায়, দুপুরে মিলের নিদৃষ্ট সময়ে টিফিন করার সময় কেয়ার মাথায় আঘাত করে শামীম। আঘাতের ফলে কেয়া মাটিতে পড়ে যায় এসময় কেয়ার গায়ে এসিড ডেলে দেয় ঘাতক। আশংকাজনক অবস্থায় তাকে খুলনা আদদ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ বিষয়ে অভয়নগর থানার এসআই গৌতম সাংবাদিকদের জানান, পরকীয়ার জের ধরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এ হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আসামীকে আটক করা হয়েছে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মূল্যবান মতামত দিন: