
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের রফিকুল ইসলাম। দরিদ্র পরিবারে জন্ম নেওয়ায় ইচ্ছা থাকার পরেও পড়ালেখা চালিয়ে যেতে পারেনি। এ দু:খ তাকে ক্ষতবিক্ষত করে। তাই বাধ্য হয়ে টাকা উপার্জনের পথে নামে। কিন্তু শুরুর দিকে তাকে নানা ধরনের অবহেলার শিকার হতে হয়। কিন্তু শেষ পর্যন্ত অসম্ভবকে অসম্ভ করে। এখন সে রাফিজা মিষ্টান্ন ভান্ডার নামের একটি হোটেলের ব্যবসা প্রতিষ্ঠান আছে। কিন্তু দীর্ঘদিন ধরে অর্থের অভাবে ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারেনি। অবশেষে তার এই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। তাকে স্বাবলম্বী করে গড়ে তুলতে তিনি সাংবাদিক তাজাম্মূল হুসাইনের মাধ্যমে শুক্রবার হোটেল চালু করার জন্য প্রায় ১০ হাজার টাকার পণ্য সামগ্রী উপহার ক্রয় করে দেন।
অসহায় রফিকুল ইসলাম বলেন, আমি অনেক লোকের কাছে সাহার্য্যরে জন্য গিছি, কিন্তু আমার কেউ সাহার্য্যে করেনি। অবশেষে সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী ভাই আমাকে ব্যবসা চালু করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি তার কাছে চিরকৃতজ্ঞ।

আপনার মূল্যবান মতামত দিন: