গজারিয়ায় মেঘনা নদীতে নৌ-পুলিশ ও জেলেদের সঙ্গে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১ ১৭:০৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১ ১৭:০৮

ছবি সমসাময়িক

ওসমান গনি গজারিয়া প্রতিনিধি।।

গজারিয়া উপজেলার মেঘনা নদীর সীমান্তবর্তী এলাকার চরঝাপটা অংশে নৌ-পুলিশের সাথে জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালামসহ পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানায়, এ ঘটনায় গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সালাম, এএসআই ফয়সাল, এসআই শাহ আলম, কনস্টেবল কবির হোসেন ও জেলে আরস আলী বেপারীসহ কমক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের মধ্যে কনস্টেবল কবির হোসেন ও জেলে আরস আলী বেপারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান জানান,মেঘনা নদীতে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করছিলেন। সে সময় তাঁদের বাধা দিলে পুলিশের উপর জেলেরা হামলা চালায়, এসময় ৫জন নৌপুলিশ আহত হয়। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী জানান, জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করছিলেন, নৌপুলিশ অভিযান চালানোর সময় জেলেরা তাদের উপর হামলা চালায়,এ ঘটনায় নৌপুলিশ কর্মকর্তা ৫ জন আহত হয়।


আপনার মূল্যবান মতামত দিন: