গজারিয়ায় শেখ রাসেল এর জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১ ১৭:১৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১ ১৭:১৯

ছবি সমসাময়িক
ওসমান গনি,গজারিয়া প্রতিনিধি।। মুন্সিগন্জর গজারিয়া উপজেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গজারিয়া উপজেলা আওয়ামী লীগ এর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গজারিয়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করা হয়। রবিবার বিকেল তিনটায় ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন রাসেল টাওয়ারের দু'তলায় এ আলোচনা সভায় গজারিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির উদ্দিন মিয়াজী, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী ফোরামের সভাপতি খাদিজা আক্তার আঁখি, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য নাজমুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রধান, টেঙ্গারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বোরহান দেওয়ান ও সাধারণ সম্পাদক হারুন মোল্লা, হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বাউশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবলীগ নেতা আবুল বাসার সজল প্রমূখ।


আপনার মূল্যবান মতামত দিন: