চিরিরবন্দরে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১ ০৮:৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১ ০৮:৩৩

ছবি সমসাময়িক

পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হয়েছে। চিরিরবন্দর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ চত্তরে সোমবার (১৮ অক্টোবর) সকাল ৯ ঘটিকার সময় চিরিরবন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ হতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্ববিশ্বাস বিষয়ক আলোচনা সভা, সেমিনার কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা'র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুলসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন: