
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতা।। চট্টগ্রামের পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের হয়রত আবুল খায়ের সুলতানপুরী (রাঃ) এসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) জশনে জুলুস চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদিক্ষণ করেন। গত ১৭ অক্টোবর রবিবার বিকেলে জশনে জুলুস এর বর্ণাঢ্য বিশাল মিছিল পটিয়া উপজেলা প্রাঙ্গন থেকে বের করে সাতগাউছিয়া দরবার শরীফ প্রাঙ্গনে শেষ হয়। এতে হাজার হাজার ভক্তবৃন্দ অংশ নেন। সন্ধ্যায় মিলাদ মাহফিলে সাতগাউছিয়া দরবার শরীফের পীরে ত্বরিকত শাহসূফি সৈয়দ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (ম.জি.আ.) সভাপতিত্বে অনুষ্টিত হয়। মাহফিলে বক্তব্য রাখেন দরবার শরীফের শাহজাদা শাহসূফী সৈয়দ আবু মোহাম্মদ মোহতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী (ম.জি.আ.), সৈয়দ মীর মোহাম্মদ জসীম উদ্দিন (মা:জি:আ), মাওলানা সৈয়দ হামিদ হাসান ফাহিম ফারুকী (ম.জি.আ.), মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ আসহাব উদ্দিন (খিতাবচরী আল হাসানী), আল্লামা ফকুরুদ্দিন চাঁদপুরী, আল্লামা আরফাতুর রহমান আল কাদেরী, অধ্যক্ষ আলাউদ্দিন আল কাদেরী, আজিজুর রহমান আল কাদেরী, হয়রত আবুল খায়ের সুলতানপুরী (রাঃ) এসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. ইয়াছিন, সাধারণ সম্পাদক মো. মাইমুন চৌধুরী, নাছির উদ্দিন, আবদুল মান্নান গনি, আয়ুব খান, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, আবু তাহের, ইফতেখারুল ইসলাম রায়হান, আবুল কাসেম, আবু সৈয়দ, আবুল ফজল, রাশেদুল ইসলাম, আবু বক্কর প্রমুখ। সভাপতি’র বক্তব্যে পটিয়া সাতগাউছিয়া দরবার শরীফের শাহসূফি সৈয়দ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (ম.জি.আ.) বলেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর আওলাদ তথা আউলিয়া কেরামের অপরিসীম আতœত্যাগে সিঁড়ি বেয়ে সারা বিশ্বে ইসলামের প্রসার ঘটেছে। আল্লাহর নৈকট্য পেতে রাসূলের আদর্শ মেনে চলতে হবে। তবেই মানব জাতির মধ্যে শান্তি ফিরে আসবে। ইসলামের ইমান আকিদ্বা মজবুত হবে। বিশ্ব নবী হয়রত মুহাম্মদ (স.) আর্দশিক পথ অনুসরণে দোজাহানের নেকী লাভ করা সম্ভব। তাই সবাইকে নবী রাসুলের আদর্শ অনুসরণের আহবান জানান। পরে আখেরী মুনাজাতে বিশ্ব মুসলিম পটিয়া সাতগাউছিয়া দরবারে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে মোস্তাক বিল্লাহ মুহাম্মদ (স.) আর্দশিক পথ অনুসরণে দোজাহানের নেকী লাভ করা সম্ভব। তিনি সকলকে আল্লাহ রাসুল (সঃ) আদর্শ অনুসরণ করার আহবান জানান।

আপনার মূল্যবান মতামত দিন: