
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি।।
গজারিয়ায় উপজেলা এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুর্দিন, দুঃসময়ের আওয়ামী লীগ এর কর্মী আরিফ হোসেন (বুলেট) নিহত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) হয়েছেন। ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়,জানা যায় জীবিকার তাগিদে বুলেট একটি অটো রিকশা চালাতো,গতকাল শনিবার উপজেলা বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলার হাঁস পয়েন্ট এর মহাসড়কে রোড ক্রসিং করার সময় প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর রক্তাক্ত জখম হয়।স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থা গুরুতর হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গতকাল থেকেই সে লাইফ সার্পোটে ছিল।নিহত আরিফ হোসেন(বুলেট) ছিল একজন খাঁটি মুজিব আদর্শের সৈনিক,কিশোর বয়স থেকেই মিছিল মিটিংয়ে রাজপথে ছিল তাঁর সরব উপস্থিতি।আশ্রয়হীন,পিতৃহীন বুলেট মায়ের সাথে প্রধানেরচর আশ্রয়ন প্রকল্পে বসবাস করতো।তাঁর বাবার নাম আব্দুস সামাদ(মৃত)। বুলেট এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সাঃসম্পাদক আমিরুল ইসলাম,উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ বিষয়ে ভবেরচর হাই-ওয়ে থানার ওসি মোঃ শাহজালাল বাবুল জানান,ঘাতক প্রাইভেট কার ও ড্রাইভারকে আটক করা হয়েছে।মামলাও হয়েছে, যার নং০৮,এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: