
মোঃ সবুজ হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।
আগামী নির্বাচন সামনে রেখে, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদসহ দূর্যোপূর্ন পরিবেশে জামায়াত বিএনপির সঙ্গে মোকাবেলা করতে হলে আওয়ামী লীগের পক্ষে একা সম্ভব নয়। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আগামী নির্বাচনে জিততে হলে মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি জাসদসহ সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিতে হবে। শনিবার (১৬ অক্টোবর ২০২১) সকাল ১১টায় উপজেলার দলীয় কার্যালয়ে নূর কমপ্লেক্স ৩য় তলায়, প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমারখালী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান এর সভাপতিত্বে উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জয়দেব বিশ্বাস সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কামাল উদ্দিন বিশ্বাস উপজেলা জাসদের যুগ্ন সাধারন সম্পাদক, শিমুল চৌধুরী উপজেলা সাধারণ সম্পাদক জাসদ, বাবর আলী (মেম্বার) সভাপতি সদকী ইউনিয়ন জাসদ, মোকাম্মেল হোসেন মই সভাপতি কয়া ইউনিয়ন, ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক, আব্দুল রহিম (মেম্বার) সভাপতি নন্দলালপুর ইউনিয়ন জাসদ, ডা: শহিদুল ইসলাম সভাপতি সাদীপুর ইউনিয়ন জাসদ। এসময় অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত দলীয় জরুরী সভায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ সাংগঠিক বিভিন্ন বিষয় প্রাধান্য দেয়া হয়।

আপনার মূল্যবান মতামত দিন: