চিরিরবন্দরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ খ্রিঃ পালিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১ ১০:৫৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১ ১০:৫৩

ছবি সমসাময়িক

পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।

চিরিরবন্দরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১খ্রিঃ উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। “মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” স্লোগানকে সামনে রেখে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১খ্রি পালিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা জহোরা সুলতানা সারমিন, চিরিরবন্দর ফাঁয়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাহাবুবুর রহমান প্রমূখ। আলোচনা শেষে যেকোন দুর্যোগ প্রতিরোধে মহাড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেয় চিরিরবন্দর ফাঁয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।


আপনার মূল্যবান মতামত দিন: